বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লালমনিরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার 

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার 

লালমনিরহাট জেলার বাউরায় ইতি (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। নিহতের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় শ্বশুর বাড়ি থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মৃতের শাশুড়ি আমেনাকে (৫৭) আটক করে পুলিশ। বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে ট্রাকের হেল্পার আল আমিনের (২২) স্ত্রী ইতি, পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার ইস্রাফিল ইসলামের মেয়ে ইতি।

মৃত ইতির মা দ্বিতীয় বিয়ে করায় পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন আলাউদ্দিন নগরে মায়ের দ্বিতীয় স্বামী জহুরুলের বাড়িতেই ইতি মূলত আসা যাওয়া করতেন।

মৃত ইতির ননদ দুলালি বলেন, গত কয়েক দিন ধরে আল আমিন বাড়িতে না আসায় বাড়িতে মনোমালিন্য চলছিলো, গত শুক্রবার রাতে পরিবারের সবাই ভাত খেয়ে ঘুমাতে যায়, ইতি না খেয়ে তার শোবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, পরে ইতির শাশুড়ি খাওয়ার জন্য ডাকতে গেলে ইতির দরজা বন্ধ পেয়ে বেঁড়ার ফাঁক দিয়ে ইতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বিষয়টি জানাজানি হলে রাতে পাটগ্রাম থানা পুলিশ ইতির লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে রাত ৩টার দিকে ইতির শাশুড়ি আমেনা বেগমকে আটক করে থানায় নেয় পুলিশ। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক গৃহবধূ ইতির মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ